Barishaler Times

Header
collapse
...
Home / বরিশাল জেলা / বরিশাল / বাকেরগঞ্জ / বাকেরগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

বাকেরগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

2025-10-05  বাকেরগঞ্জ প্রতিনিধি  147 views

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে বরিশালের বাকেরগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।

শনিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে আয়োজিত এই মেলা চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থী ও বইপ্রেমীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।

ভ্রাম্যমাণ এই বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনার পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রায় ১০ হাজারেরও বেশি বই প্রদর্শিত হয়েছে। মেলায় বিখ্যাত লেখকদের উপন্যাস, গল্প, রম্য রচনা, কবিতা, প্রবন্ধ, নবী-রাসুলদের জীবনী, সমাজতত্ত্ব, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বইসহ ছোটদের গল্পের বইও স্থান পেয়েছে।

বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, “বইপ্রেমী মানুষের কাছে জ্ঞানের আলো পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করা হয়েছে। মেলার শেষ দুই দিন প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হবে।


Share: