Barishaler Times

Header
collapse
...
Home / বরিশাল জেলা / বরিশাল / হিজলা / অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা!

অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা!

2025-12-18  জেলা প্রতিনিধি  321 views

বরিশালের বাকেরগঞ্জে অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অপচেষ্টার ঘটনা ঘটেছে।

১৭ ডিসেম্বর (বুধবার) রাত প্রায় ১২টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রাতের এ ঘটনায় পরের দিন সকাল ১০টায় উপজেলার পাদ্রীশিবপুর নিউমার্কেট এলাকায় বিএনপি'র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি  ফারুক হোসেন মৃধা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়- '২ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক শাকিল অসৎ উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করেন।'

ইউনিয়ন বিএনপি'র  সভাপতি ফারুক হোসেন মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন- 'বিএনপি'র ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে তাকে ফাঁসানোর 
অপচেষ্টা করা হয়েছে। তিনি বলেন- 'পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়ে ফেসবুক লাইভে এসে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য সহ অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। এছাড়া নিজেরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।'

ইউনিয়ন বিএনপি'র সভাপতি  ফারুক হোসেন মৃধা দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে উল্লেখিত অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি'র আহ্বায়ক ও বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

'এছাড়া শান্তিশৃঙ্খলা রক্ষায় যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি  সম্পাদক ফারুক হোসেন মৃধা।'

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- 'পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক আমির হোসেন দুলাল, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিরন মোল্লা,  পাদ্রীশিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সমীর হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক ইউনুস খান, সংগঠনিক সম্পাদক ফোরকান বেপারী, ২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক প্রার্থী ও ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেব, ১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক নাসির দফাদার প্রমুখ।


Share: