Barishaler Times

Header
collapse
...
Home / সারা দেশ / বরিশাল / বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

2025-10-04  নিজস্ব প্রতিনিধি  235 views

বরিশালের বাকেরগঞ্জে কৃষক সোহেল খানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১-২টা পর্যন্ত উত্তর কবাই গ্রামবাসী বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সদররোড হয়ে বাকেরগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সোহেল খানের স্ত্রী সাজেদা বেগম, পিতা নুর ইসলাম হাওলাদার, মাতা নিলুফা বেগম, আয়শা বেগম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল আমিন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তরমুজ চাষের জমি লিজ না দেয়ায় গত ২৭ সেপ্টেম্বর রাতে কৃষক সোহেল খানকে কবাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি শাহিন হাওলাদার ও শওকত খান এলাকায় মত সৃষ্টি করে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে তাদের সাথে ৪০-৪৫ জন লোক সহায়তা করে। এ ঘটনায় ২৮ সেপ্টম্বর নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে নামধারী ১২ জনসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ আসামি শাহিন হাওলাদার, শামিম হাওলাদার ও শওকত খানসহ ৩ জনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা আরো বলেন, মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী শাহিন হাওলাদারের সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নিতে নিহত সোহেলের স্ত্রী সাজেদা বেগম ও মা নিলুফা বেগমকে অব্যাহত হুমকি দিচ্ছে। সোহেল হত্যার বাকি আসামিরা গ্রেফতার না হওয়ায় তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে কৃষক সোহেল খানের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান।


Share: