Barishaler Times

Header
collapse
...
Home / বরিশাল জেলা / বরিশাল / বাকেরগঞ্জ / বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষায় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ

বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষায় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ

2025-10-05  বাকেরগঞ্জ প্রতিনিধি  196 views

সরকারি নির্দেশনা অনুযায়ী বরিশালের বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর ২০২৫) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জনস্বার্থে দিনভর মাঠে ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

সকাল ৮টা থেকে শুরু হওয়া অভিযানে ইউএনও রুমানা আফরোজের সঙ্গে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল এবং আনসার বাহিনীর সদস্যরা।
অভিযান দলটি তুলাতলি, পায়রা ও কারখানা নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে।

অভিযান চলাকালীন ইউএনও রুমানা আফরোজ বলেন,
“মা ইলিশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সরকারি নির্দেশনা অমান্য করলে কেউই ছাড় পাবে না। এই অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Share: