Barishaler Times

Header
collapse
...
Home / বরিশাল জেলা / বরিশাল / বাকেরগঞ্জ / বাকেরগঞ্জে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

বাকেরগঞ্জে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

2025-10-05  বাকেরগঞ্জ প্রতিনিধি  155 views

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায় অসুস্থ গরু জবাই করে পচা মাংস বিক্রির দায়ে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কলসকাঠি ইউনিয়নের দিয়া তলি গ্রামের মোঃ মুনসুর ফকিরের একটি অসুস্থ গরু জবাই করে খাওয়ার অযোগ্য পচা মাংস বিক্রির অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার (তারিখ উল্লেখ করুন) রাত আনুমানিক ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে গরুর মালিকের দুই ছেলে রাসেল ও জাহাঙ্গীর এবং কসাই হেমায়েতকে গ্রেফতার করে।

পরে বাকেরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জব্দকৃত মাংসের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠান। পরীক্ষায় দেখা যায়, মাংসটি মানুষের খাওয়ার অনুপযোগী।

এরপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে কসাই হেমায়েতকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত পচা মাংস মাটিতে পুতে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, “মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো খাদ্য বিক্রি হতে দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।


Share: