Barishaler Times

Header
collapse
...
Home / সারা দেশ / বরিশাল / বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সাবেক কাউন্সিলর রোকসোনা বেগম

বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সাবেক কাউন্সিলর রোকসোনা বেগম

2025-10-03  বাকেরগঞ্জ প্রতিনিধি  257 views

বরিশালের বাকেরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোসাম্মৎ রোকসোনা বেগম পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের কুন্ডুবাড়ী নাথবাড়ি পূজামণ্ডপে গিয়ে পূজার আয়োজন ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. রুহুল আমিন হাওলাদার, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় রোকসোনা বেগম বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এবং তাদের খোঁজখবর নিতে এসেছি। আমি চাই পূজা সুন্দরভাবে উদযাপিত হোক, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “এখানে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। সবার অধিকার সমান। শুধু পূজার সময় নয়, পূজার পরেও সবাই মিলেমিশে থাকবেন। আমি সবসময় মানুষের সেবায় পাশে থাকব।
 


Share: