বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের মুদিঘাট এলাকার মোক্তার হাওলাদারের ছেলে লিটন হাওলাদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন নলুয়া ও কলসকাঠি ইউনিয়নের নদী পাড়ের সাধারণ মানুষ।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে লিটন হাওলাদার একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে পশ্চিম নলুয়া ভেরিবাঁধ কেটে স্থানীয় বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করে আসছেন। এতে এলাকার বিপুল পরিমাণ ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সম্প্রতি তিনি নদী পাড়ের ভেরিবাঁধ সংলগ্ন রাস্তা কেটে মাটি বিক্রি শুরু করেছেন বলে জানা গেছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কৃষকদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কেউ এই অপকর্মের প্রতিবাদ করলেই লিটন হাওলাদার প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালান এবং সিন্ডিকেটের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানির চেষ্টা করেন। ফলে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে পারছেন না।
কলসকাঠি ও নলুয়া ইউনিয়নের সচেতন নাগরিকরা বলেন,
> “লিটন হাওলাদারের নেতৃত্বে ভূমি দখল, ভেরিবাঁধ কাটা ও মাটি বিক্রির কারণে আমাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। আমরা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”