Barishaler Times

Header
collapse
...
Home / সারা দেশ / ঢাকা / অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৬০ হাজারে মুক্তি ব্যবসায়ীর

অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৬০ হাজারে মুক্তি ব্যবসায়ীর

2025-10-06  নিজস্ব প্রতিনিধি  217 views

রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকা থেকে এক গরুর ভুঁড়ি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে এক সংঘবদ্ধ অপরাধচক্র। অপহরণকারীরা প্রথমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও শেষ পর্যন্ত ৬০ হাজার টাকা পেয়ে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

অপহৃত ব্যবসায়ীর নাম মো. মকবুল (৪০)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলমপুরা গ্রামের আব্দুল বাছিদের ছেলে। সোমবার (৬ অক্টোবর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেলে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপহৃত মকবুলের ভাই মো. শাহ আলম জানান, “আমার ভাই প্রতিদিনের মতো যাত্রাবাড়ী মাছের আড়ত থেকে গরুর ভুঁড়ি কিনে মদনপুরে বিক্রি করতে যাচ্ছিল। ভোরের দিকে মাছের আড়তের পাশে পৌঁছালে একটি কালো মাইক্রোবাস থেকে চার-পাঁচজন লোক আমার ভাইয়ের চোখ-মুখ বেঁধে গাড়িতে তুলে নেয়।

তিনি আরও বলেন, “অপহরণকারীরা গাড়ির ভেতরে হাতুড়ি দিয়ে আমার ভাইয়ের বাম হাত ও পায়ে আঘাত করে গুরুতর জখম করে এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তারা আমার মোবাইলে ফোন করে টাকা চায়। অনেক অনুরোধের পর আমরা বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা পাঠাই। টাকা পাওয়ার পর তারা আমার ভাইকে মদনপুর বাসস্ট্যান্ডের পাশে ফেলে রেখে যায়।”

শাহ আলম জানান, খবর পেয়ে তারা মদনপুর থেকে মকবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ভাই একটু সুস্থ হলেই আমরা থানায় মামলা করবো,” বলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, “বিকেলের দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


Share: